অনলাইন ডেস্ক :- আবু ধাবিতে পঞ্চম একদিনের আন্তর্জাতিক ম্যাচে যখন পাকিস্তান ও শ্রীলঙ্কা খেলতে নামে তখন সিরিজের সমীকরণ ছিল ৩-১। অর্থাত সিরিজ পাকিস্তানের পকেটেই ছিল; পঞ্চম ম্যাচ জিতলে জয়ের পাল্লাটা ভারী হবে। অন্যদিকে হেরে গেলে পরাজয়ের গ্লানি খানিকটা হলেও ঘোঁচাতে পারবে সিংহলিজরা। এই সমীকরণের পাশাপাশি আরেকটি বাস্তবতাও ঘুরপাক খাচ্ছিল শেখ জায়েদ স্টেডিয়ামকে ঘিরে। চার বছরের বিরতির পর পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টার অংশ হিসেবে শ্রীলঙ্কার সঙ্গে ব্যাপক আলোচনা চালিয়ে যাচ্ছেন পিসিবি’র কর্মকর্তারা। সম্প্রতি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের মিডিয়া ম্যানেজার সে আলোচনার কথা স্বীকার করে বলেছিলেন, পাকিস্তান নিরাপত্তার গ্যারান্টি দিলে দেশটিতে খেলতে যেতে তাদের আপত্তি নেই এবং এ ব্যাপারে সংযুক্ত আরব আমিরাতে দু’দেশের মধ্যকার সিরিজের ফাঁকে আলোচনা চালিয়ে যাচ্ছেন দু’দেশের কর্মকর্তারা। এরকম অবস্থায় শ্রীলঙ্কাকে ৪-১ ব্যবধানে ওয়ানডে সিরিজে হারালে পাকিস্তানের প্রতি ক্ষুব্ধ হতে পারেন সিংহলিজ কর্মকর্তারা। কাজেই পাকিস্তানি দর্শকরা তাদের দলের হেরে যাওয়ার একটি শঙ্কা মাথায় নিয়েই শুক্রবার খেলা দেখতে এসেছিলেন। সিরিজের যে তিনটি ম্যাচে পাকিস্তান জিতেছে তার একটিতেও শ্রীলঙ্কাকে দাঁড়াতে দেয়নি তারা। অথচ শুক্রবার দৃশ্যত উত্তেজনাপূর্ণ লো-স্কোরিং ম্যাচটিতে হেরে যায় পাকিস্তান। দিবারাত্রির ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে ৪৯ ওভার ৩ বলে মাত্র ২৩২ রান করে অলআউট হয়ে যায় পাকিস্তান। জবাবে ৪৯ ওভার ৪ বল আট উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা। দীনেশ চন্ডিমাল দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। তিনি চার নম্বরে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত অপরাজিত থেকে (৬৪ রান) দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। এ ছাড়া, ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হন চলতি সিরিজে তিনটি সেঞ্চুরি করা মোহাম্মাদ হাফিজ। আগামী ৩১ ডিসেম্বর আবু ধাবির এই শেখ জায়েদ স্টেডিয়ামেই দু’দলের মধ্যে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম খেলা শুরু হবে। খবর রেডিও তেহরান এর #
জয়ের নায়ক চন্ডিমাল- সম্মানজনক ব্যবধানে শ্রীলঙ্কার সিরিজ হার
Share This