ঝালকাঠিতে বিএনপি প্রার্থীর বৈঠকে হামলায় আহত ২৫

মোঃ সাইফুল ইসলাম (ঝালকাঠি) সংবাদদাতাঃঝালকাঠি সদর উপজেলা নির্বাচনে বিএনপি সমর্থিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী এনামুল হক এলিন সরদারের উঠান বৈঠকে প্রতিপক্ষের হামলার ঘটনা ঘটেছে ঘটনায় নারী, শিশু বিএনপির চেয়ারম্যান প্রার্থী মেহেদী হাসান বাপ্পী, শহর বিএনপির সভাপতি অনাদি দাশসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন সময় চেয়ার, টেবিল মোটরসাইকেল ভাঙচুরের ঘটনাও ঘটেছে আহতরা সদও হাসপাতালে স্থানীয়ভাবে জিকিৎসা নিচ্ছেন সোমবার রাত আটটার দিকে জেদা সদরের যুব উন্ননয় অপিস সদরের যুব উন্ননয়ন অফিস সংলগ্ন একটি মাদ্রাসা মাঠে হামলার ঘটনা ঘটে বিএনপি সমর্থিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী এনামুল হক এলিন সরদার অভিযোগ করে জি নিউজ বিডি নেটকে  জানান, সোমবার সন্ধ্যার পরে ওই স্থানে উঠান বৈঠক করলে ক্ষমতাসীন দলের লোকজন ১০/১২ টি মোটরসাইকেলে করে এসে অতর্কিত তাদের শান্তিপূর্ণ বৈঠকে হামলা চালায় সময় হামলাকারীরা সভাস্থলে লাইট ভেঙ্গে অন্ধকারে বেপরোয়া ভাঙচুর চালায় হামলাকারীদের এলোপাথাড়ী পিটুনি ইটপাটকেল নিক্ষেপে উপস্থিত লোকজন আতঙ্কিত হয়ে দিগ¦দিক ছোটাছুটি করতে গিয়ে বহু নেতাকর্মী আহত হয় দিকে আওয়ামী লীগ সমর্থিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী সুলতান হোসেন খান হামলার অভিযোগ অস্বীকার করে জি নিউজ বিডি নেটকে জানান, বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের কারনে ঘটনা ঘটেছে তাদের কোনো নেতাকর্মী ঘটনার সঙ্গে জড়িত ছিল না বিষয়ে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিলামনি চাকমা জিনিউজকে জানান, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে

Exit mobile version