ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

mnমোঃ সাইফুল ইসলাম ঝালকাঠি জেলা প্রতিনিধিঃঝালকাঠি: ঝালকাঠি সদর উপজেলার গাবখান ব্রীজের পশ্চিম ঢালে আজ সকালে সড়ক দুর্ঘটনায় এক মটরসাইকেল চালক নিহত ও দুই আরোহী আহত হয়েছেন। নিহত মোটরসাইকেল চালক ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার লোকমান খানের ছেলে, সোহেল খান (২৬)।  আহত আরোহী একজন কাঠালিয়া উপজেলার আঃ খালেক (৬৫), পিতা- মৃত সফিজ উদ্দিন। অন্য একজনের নাম জানা যায়নি। আহতরা ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ঝালকাঠি সদর থানার উপপরিদর্শক (এসআই) হালিম তালুকদার জি নিউজ বিডি.নেটকে জানান, নিহত সোহেল দুইজন আরোহীকে নিয়ে আসার সময় ঘন কুয়াশার কারণে গাবখান ব্রীজের ঢাল এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে মোটরসাইকেলটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চালক সোহেলের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়।

Exit mobile version