ঝালকাঠি প্রতিনিধিঃবিরোধী দলের ডাকা দেশব্যাপী শনিবার থেকে ৪ দিনব্যাপী হরতাল-অবরোধের পূর্ব রাতে ঝালকাঠি জেলা নির্বাচন অফিসে শক্তিশালী ককটেল নিক্ষেপ করেছে দুর্বত্তরা। শুক্রবার রাত সাড়ে ৮টায় নির্বাচন অফিস ছাড়াও শহরে পৃথক স্থানে পরপর কয়েকটি বিস্ফোরন ঘটেছে। এ ঘটনার পর পরেই পুলিশ জেলা প্রশাসক কার্যালয় এলাকা থেকে স্কুলছাত্র মেহেদী হাসান রিয়াদকে ও রাত সাড়ে ১০টায় কেজি স্কুল এলাকা থেকে রিফাতুল করিম শান্তকে সন্দেহজনক কারনে আটক করে। শনিবার আটক দুই স্কুলছাত্র এ ঘটনায় দায়েরকৃত মামলার আসামী দেখিয়ে আদালতে সোপর্দ করলে তাদের জেলহাজতে প্রেরন করা হয়েছে। এছাড়াও শুক্রবার রাতে শহরের বিভিন্ন স্থানে আরো কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা গেছে কিন্তু ঠিক কোন স্থানে বিস্ফোরন ঘটেছে তা জানাতে পারেনি পুলিশ। এ ব্যাপারে দায়েরকৃত মামলা তদন্তকারী কর্মকর্তা ও ঝালকাঠি থানার ওসি তদন্ত আ. সালাম জি নিউজ বিডি,নেটকে জানান, জেলা নির্বাচন কমিশনের অফিসের নীচ তলায় ছুড়ে মারলে ককটেলটি বিস্ফোরিত হয়ে অফিসের জানালার ২টি গাস ভেঙ্গে যায়। এ ঘটনায় নির্বাচন অফিসের স্টাফ মিজানুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন। এঘটনায় জড়িত থাকা সন্দেহে ২জনকে আটক করা হয়েছে। এদিকে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের দাবি, ঝালকাঠি নির্বাচন অফিসে হামলার ঘটনায় জেলা বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা নির্বাচন বানচাল করার জন্য এহেন নাশকতামূলক কর্মকান্ড চালিয়েছে। নেতৃবৃন্দ প্রশাসনের কাছে এঘটনার সঠিক তদন্ত— ও সুষ্ঠ বিচার দাবি করেন।