রাজাপুর প্রতিনিধিঃককটেল বিস্ফোরণ ও আতঙ্কের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের দশম জাতীয় সংসদ নির্বাচন। দিনের প্রথম প্রহরে থেকেই অধিকাংশ কেন্দ্রে ভোটার উপস্থিতি কম ছিল। সরেজমিনে দেখা গেছে, নৌকা প্রার্থীর এজেন্ট থাকলেও লাঙ্গল প্রার্থীর এজেন্টদের পাওয়া যায়নি। এ প্রসঙ্গে জাতীয় পার্টি (জাপা) মনোনীত লাঙ্গল প্রতীকে প্রার্থী নাসির উদ্দিন হাওলাদার অভিযোগ করে বলেন, সরকার দলীয় প্রার্থীর লোকজন কেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে জাল ভোট দিয়েছে। এদিকে রাজাপুর সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মোকলেছুর রহমানের ছেলে রেফায়েত হোসেন জানান, সকাল সাড়ে ১০ টায় রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে গিয়ে দেখি আমার ভোটটি দেয়া হয়েছে। এদিকে ভোটারদের আতঙ্কিত করতে রাজাপুরের আলগী কেন্দ্রের সামনে দুপুরে একটি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং পুলিশ শুক্তাগড় কেন্দ্রে মাঠ থেকে সকালে একটি ককটেল উদ্ধার করেছে। এছাড়াও উপজেলার বলারজোর বাজার আ’লীগ কর্মী হায়দার আলীকে শনিবার রাতে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। আহত হায়দার আলী রাজাপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ভোটগ্রহণ শেষে লাঙ্গল প্রতীকের প্রার্থী নাসির উদ্দিন সরকার দলীয় প্রার্থী বিএইচ হারুনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে বিকেলে এ নির্বাচন প্রত্যাখান করেছেন বলে সাংবাদিকদের জানান।