মুহাম্মদ আবু হেলাল, ঝিনাইগাতী ঃ শেরপুরের ঝিনাইগাতীতে ১০ অক্টোবর বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভাকক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ইদুঁর নিধন অভিযানের উদ্বোধন করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা হক কোহিনুর, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ. কোরবান আলী, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জমশেদ আলী। অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপ সহকারী কৃষি কর্মকর্তা মঞ্জুরুল হক, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আঃ ওয়াহাব মন্ডল, অবসরপ্রাপ্ত সৈনিক বীর মুক্তিযোদ্ধা সামছ উদ্দিন প্রমুখ। উল্লেখ্য, সভার প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক রাষ্ট্রীয় কাজে ঢাকা থাকায় অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। অনুষ্ঠানে এলাকার শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।
ঝিনাইগাতীতে ইদুঁর নিধন অভিযান উদ্বোধন
Share This