ঝিনাইগাতীঃ শেরপুর জেলার সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার ম্যালেরিয়া প্রবণ এলাকায় ম্যালেরিয়া নিয়ন্ত্রনে আনার লক্ষ্যে ৭ টি র্ইউনিয়নে হত-দরিদ্র, দরিদ্র,গর্ভবতি মা ও ৫বছরের নীচের শিশুদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে ৮ হাজার দীর্ঘস্থায়ী কীটনাশক যুক্ত মশারী বিতরণের উদ্যেগ নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় ও এনজিও র্যাসডো। এ উপলক্ষ্যে ১ জুলাই সোমবার গৌরীপুর ইউনিয়নের হলদীবাটা সরকারী প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে ঝিনাইগাতী হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাবিবুল্লাহ সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গৌরীপুর ইউপি চেয়ারম্যান সুলতান মাহমুদ খোকা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ছামেদুল হক, র্যাসডোর উপজেলা ব্যবস্থাপক মীর জাহাঙ্গীর কবির রাজন, সহকারী স্বাস্থ্য পরিদর্শক জাহানারা বেগম প্রমুখ। আলোচনা সভা শেষে প্রধান অতিথি ৫ শত কীটনাশক যুক্ত মশারী বিতরন করেন।
মুহাম্মদ আবু হেলাল/ ঝিনাইগাতী/ শেরপুর/জি নিউজ