মুহাম্মদ আবু হেলাল, ঝিনাইগাতী ঃ শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের পশ্চিম বাকাকুড়া গ্রামের গির্জার গেইট ৭ জানুয়ারী মঙ্গলবার রাতে পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা। এ সংক্রান্ত দর্ঘটনার সংবাদ পেয়ে রাতেই উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক, ঝিনাইগাতী থানার অছি (তদন্ত) গোলাম মোর্শেদ তালুকদার সঙ্গীয় পুীলশ বাহিনী নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন । থানা পুলিশ ঘটনার রাতেই এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের অভিযানে নেমে বাকাকুড়া গ্রামের মৃত আফসার আলী ওরফে সুকালোর ছেলে আমের আলী (৬২) কে আটক করেছে পুলিশ। গেইট পুড়ানো বিষয়ে গির্জা কর্তৃপক্ষ বাদী হয়ে ঝিনাইগাতী থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে উপজেলার বিভিন্ন গির্জা, মন্দিরের নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকদের সমন্বয়ে উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে ৮ জানুয়ারী বিকালে এক জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে স্ব স্ব অবস্থান থেকে সবাইকে সর্তক থাকার জন্য অনুরোধ করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক।