মুহাম্মদ আবু হেলাল, ঝিনাইগাতীঃগ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন খেলাধুলা ও নানারকম সাংস্কৃতিক অনুষ্ঠান আজ বিলুপ্তির পথে। তার পরেও গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মই দৌড়কে ধরে রাখার জন্য শেরপুরের সীমান্তবতী ঝিনাইগাতী উপজেলার ঘাগড়া দর্জি পাড়ার খোলা মাঠে ১২ জানুয়ারী রবিবার দুপুরে চুড়ান্ত পর্বের খেলাটি জাকজমকপূণৃ অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠিত হয়। ঘাগড়া দরগারপাড় সঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার হাবিবুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক নজরুল ইসলামের তত্বাবধানে উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বাস কোচ মালিক সমিতির সভাপতি ও জেলা আওয়ামীলীগের সহ-সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কামারের চর ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি হাবিবুর রহমান হাবীব, ঝিনাইগাতী থানার অছি (তদন্ত) গোলাম মোর্শেদ তালুকদার, আহম্মদ নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আকন্দ, নবাগত এস আই ইউনুছ আলী। খেলায় প্রধান বিচারক ছিলেন, মজিবর রহমান। রানা ও মোখলেছুর রহমানের পরিচালনায় গত ১ মাস পূর্বে ৮টি ইভেন্টের বিপরীতে বিভিন্ন এলাকা থেকে শতাধিক ষাড়ের মধ্যে বাছাইকৃত ৮টি দল এ খেলায় অংশ গ্রহন করে। প্রতিটি দলের ষাড়ের সংখ্যা ৪টি। ১ম ও ২য় পর্ব শেষ করে চুড়ান্ত পর্বে এসে ১ম হয় ইসলামপুর উপজেলার ডাকপাড়া গ্রামের নুর মোহাম্মদ, ২য় ইসলামপুর উপজেলার নান্দেরচর গ্রামের আজিম মন্ডল, ৩য় পাংখা আলী এবং ৪র্থ মিষ্টার আলী। ১ম ও ২য় বিজয়ীকে গরু এবং ৩য় ও ৪র্থ জনকে পিতলের কলস উপহার তোলে দেন খেলার আয়োজক কর্তৃপক্ষ।