মুহাম্মদ আবু হেলাল, ঝিনাইগাতী ঃ শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত জুয়েল স্মৃতি ফাউন্ডেশনের ২০১৩-২০১৪ সালের ৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির নির্বাচন সরাসরি ব্যালটের মাধ্যমে গতকাল সম্পন্ন হয়েছে। নির্বাচনকে ঘিরে পি.কে মার্কেটে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সকল নেতাকর্মী সমবেত হয়ে এ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ২০১৩-২০১৪ অর্থ বছরের জন্য বিভিন্ন পদের বিপরীতে যারা নির্বাচিত হয়েছেন, তারা হলেন, হাইদার আলী (সভাপতি), মশিউর রহমান (সহ-সভাপতি), শুকরানা মেহেদী নিঝু (সহ-সভাপতি), মোস্তাফিজুর রহমান সোহেল (সাধারণ সম্পাদক), ইমরান শাহিন পাঠান ( সহ-সাধারণ সম্পাদক), নাজমুল হুদা রকি ( সহ-সাধারণ সম্পাদক), ফরহাদুজ্জামান (কোষাধ্যক্ষ), রনি আহাম্মেদ (দপ্তর সম্পাদক) ও আরিফুল ইসলাম আরিফ (প্রচার সম্পাদক)। উল্লেখ্য যে, জুয়েল ৮ এপ্রিল/২০১০ ইং তারিখে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মৃত্যু বরণ করেন। জুয়েলের অকাল মৃত্যুতে তার বন্ধুদের মনের মাঝে গভীর ভাবে রেখাপাত করে। সেই কারণে জুয়েলের স্মৃতিকে ধলে রাখার অভিপ্রায়ে মৃত্যুর কিছু দিন পরেই তার বন্ধুরা গড়ে তুলে জুয়েল স্মৃতি ফাউন্ডেশন। এ ফাউন্ডেশনের মাধ্যমে সমাজের বিভিন্ন ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। যার মধ্যে গরীব ও অসহায় ছাত্র-ছাত্রীদের আর্থিক সাহায্য প্রদান, শীত বস্ত্র বিতরণ, যেকোন প্রাকৃতিক দূর্যোগে ¯ে^চ্ছা শ্রমে কাজ করা, জাতীয় দিবস পালনসহ সমাজের নানান উন্নয়ন মূলক কাজে অংশ গ্রহন।