শেরপুর জেলা প্রতিনিধি ঃ শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় কৃষি অফিসের উদ্যোগে আউশ ধানের আবাদ বৃদ্ধির লক্ষ্যে ১৭ এপ্রিল বুধবার উপজেলার ৫শ ১০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরন করা হয়েছে। উপজেলা কৃষি অফিস চত্ত¡রে ধান বীজ ও সার বিতরনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক। এসময় প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, শেরপুরের কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক সুবাস চন্দ্র দেবনাথ, উদ্ভিদ সংরক্ষন বীদ ফজলুল করিম সানী, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ কোরবান আলী, আওয়ামীলীগ নেতা জমশেদ আলী, গোলাম মোস্তফা প্রমুখ। জানা গেছে, আউশ ধানের আবাদ বৃদ্ধির লক্ষ্যে প্রনোদনা কর্মসূচী/১৩ এর আওতায় উপজেলার ৫শ ১০ জন কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ২ হাজার ৬শ কেজি ধান বীজ, ২শ ৪ বস্তা ইউরিয়া সার, ১শ ২ বস্তা ডিএপি ও ১শ ২ বস্তা এমপিও সার বিতরন করা হয়। এছাড়া প্রত্যেক কৃষকদের ধানী জমিতে সেচের জন্য ব্যাংক একাউন্টের মাধ্যমে ৩শ টাকা হারে প্রদান করা হবে বলে জানা গেছে।
জাহিদুল ইসলাম/ জি নিউজ