মুহাম্মদ আবু হেলাল, ঝিনাইগাতী ঃ শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জহুরুল হক আর নেই। তিনি ২৮ ডিসেম্বর শনিবার সকালে শারিরীকভাবে অসুস্থ্যবোধ করলে তার পরিবারের লোকজন প্রথমে ঝিনাইগাতী হাসপাতালে ও পরে শেরপুর সদর হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আরো শারিরীক অবনতি দেখা দিলে মযমনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে চরপাড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ফুলপুর নামক স্থানে মৃত্যু বরণ করেন (ইন্না নিল্লাহি….রাজিউন)। মুত্যু কালে তার বয়স হয়েছিল (৬৫) বছর। পরে মরহুমের নামাজের জানাজা ঝিনাইগাতী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ২৯ ডিসেম্বর রবিবার সকাল ১১ ঘটিকায় সম্পন্নের পর ঝিনাইগাতী তামাগাঁও ঈদগাঁ মাঠ সংলগ্ন কবরস্থানে চির নিদ্রায় শায়িত করা হয়। মৃত্যুকালীন তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। মরহুমের নামাজের জানাজায় বাজারের সকল ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন। মরহুমের জানাজার নামাজ পড়ান ঝিনাইগাতী কেন্দ্রীয় মসজিদের ঈমাম মুফতি খালিছুর রহমান।
ঝিনাইগাতীতে বিশিষ্ট ব্যবসায়ী জহুরুল হক আর নেই
Share This