মুহাম্মদ আবু হেলাল, ঝিনাইগাতীঃ শেরপুরের ঝিনাইগাতীতে ২২ জানুয়ারী বুধবার সকালে এনজিও র্যাসডো’র আয়োজনে গেলাবাল ফাউন্ডেশনের সহযোগিতায় স্থানীয় উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে ম্যালেরিয়া নিয়ন্ত্রন কর্মসূচী’র এ্যাডভোকেসি ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়। ঝিনাইগাতী হাসপাতালের মেডিক্যাল অফিসার ডাঃ খাইরুল কবির সুমনের সভাপতিত্বে ও স্বাগতিক বক্তব্যের পর ম্যালেরিয়া নিয়ন্ত্রনের উপর গুরুত্বারোপ করে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক। বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন, অবকাশ বিডি’র সম্পাদক গেলাম রব্বানী টিটু, প্রেস ক্লাবের আহবায়ক হারুনুর রশিদ দুদু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জহুরুল হক মিলন, ব্যবসায়ী ঐক্য সমবায় সমিতির সভাপতি সাইফুল ইসলাম সেজু প্রমূখ। অনুষ্ঠানের সভাপতি ডাঃ খাইরুল কবির সুমন তার স্বাগতিক বক্তব্যে ২০০৭ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত সরকারের সহযোগীতায় উপজেলা ব্যাপি র্যাসডোর কার্যক্রম উল্লেখ করে সভায় জানান, ম্যালেরিয়া প্রকোপ এলাকা হিসেবে ঝিনাইগাতী উপজেলাকে সনাক্ত করার পর ২০০৮ সালে ম্যালেরিয়া রোগী পাওয়া যায় ৪১০ জন, ২০০৯ সালে ২১৮ জন, ২০১০ সালে ৩২ জন, ২০১১ সালে ২৭ জন, ২০১২ সালে ৩২ জন, ২০১৩সালের জুন পর্যন্ত ১৩জন। ইতিমধ্যে উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে ২০ হাজার বিনামূল্যে মশারি বিতরন, ২০ হাজার রিপ্লেজমেন্ট মশারী এবং ২৭ হাজার ৪ শত মশারীকে কীটনাশক দিয়ে শোধন করা হয় এবং আগামী ২০১৫ সালের মধ্যে এ উপজেলায় ৯৮% পরবারকে এর আওতায় আনা হবে বলেও জানান। উক্ত এ্যাডভোকেসি সভায় বিভিন্ন্ এনজিও প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন, র্যাসডো’র উপজেলা ব্যবস্থাপক মীর জাহাঙ্গীর কবির রাজন।