ঝিনাইগাতীপ্রতিনিধি ঃ শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় পূর্ব সারিকালিনগর (মাটিয়াপাড়া) গ্রামের হুদা মিয়ার ছেলে হযরত আলী (২৬) শারীরিক অসুস্থ্যতার জের ধরে ১৫ জুন শনিবার ভোরে তার নিজ ঘরে ফাঁস টানিয়ে আত্মহতা করে। ঘটনার পর এলাকাবাসী লাশ দেখতে ভিড় জমায়। নিহতের পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ হযরত আলী বিভিন্ন রোগে ভুগছে। রোগ থেকে মুক্তি না পাওয়ায় হয়তোবা অভিমান করে এ ঘটনা ঘটিয়েছে। ঘটনাস্থলে ঝিনাইগাতী থানার এসআই এলাহী পরিদর্শন করেছেন। লাশ ময়না তদন্তের জন্য ঝিনাইগাতী থানায় নেওয়া হয়েছে। থানা পুলিশ জানায়, ঘটনা তদন্ত করে বলা যাবে এটা আত্মহত্যা না অন্য কিছু।
মুহাম্মদ আবু হেলাল/ঝিনাইগাতী/ শেরপুর/জি নিউজ