মুহাম্মদ আবু হেলাল, ঝিনাইগাতী ঃ দশম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুর-৩ আসনের সতন্ত্র প্রার্থী আলহাজ হেদায়েতুল ইসলামের জন সভা ও সু-ডাউন ২৯ ডিসেম্বর বিকালে ঝিনাইগাতী ধান বাজার মোড়ে ময়দান আলী মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত জন সভায় বক্তব্য রাখেন, সংসদ পদ প্রার্থী আলহাজ হেদায়েতুল ইসলাম ও বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম সেজু। সংক্ষিপ্ত জন সভা শেষে একটি বিশাল মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পূনরায় ধান হাটি মোড়ে এসে শেষ হয়। সতন্ত্র সংসদ পদ প্রার্থী আলহাজ হেদায়েতুল ইসলাম তার বক্তব্যে আক্ষেপ করে বলেন, আমি দীর্ঘ ১৮ বছর যাবৎ নিঃস্বার্থ ভাবে ঝিনাইগাতী ও শ্রীবর্দী জন সাধারণের মাঝে অকৃতিম ভাবে জনসেবা করে আসছি । আমি চাই শেরপুর-৩ আসনকে একটি মডেল আসন হিসেবে তৈরী করতে। স্বাধীনতার ৪২ বছর অতিক্রান্ত হয়েছে, অনেকেই এ আসনের এমপি হয়েছেন , পরিবর্তন হয়েছে নিজের কিন্তু এলাকার উন্নয়ন হয়েছে কত টুকু তা একবার ভেবে দেখুন। কাজেই এলাকার কাংখিত উন্নয়নের জন্য একটি বারের জন্য হলেও আমার আনারস প্রতীকে একটি করে ভোট ভিক্ষা দিন। এ সময় সভায় উপস্থিত সকলে হাত তুলে উক্ত প্রার্থীকে ভোট প্রদানের আশ্বাস দেন।