ঝিনাইগাতীঃশেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগার্তী উপজেলায় ৬ জুলাই গত শনিবার বিকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা পরিষদের আয়োজনে ঝিনাইগাতী এডিপি ওয়াল্ডভিশনের সহযোগীতায় ৩ দিন ব্যাপি বৃক্ষরোপন অভিযান ও ফলদ বৃক্ষমেলা/২০১৩ অনুষ্টানের শুভ উদ্ভোধন করেন প্রধান অতিথি শেরপুর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার একেএম ফজলুর হক। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হকের সভাপতিত্বে “অর্থে পুষ্টি স্বাস্থ্য চান, দেশী ফলের গাছ লাগান” এ শ্লোগানকে সামনে রেখে গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন অনুষ্ঠানের বিশেষ অতিথি-ঝিনাইগাতী উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, উপজেলা ভাইচ চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরী, মহিলা ভাইচ চেয়ারম্যান জেবুন্নেছা কোহিনুর, উপলো আওয়ামীলীগের সভাপতি আব্দুল্লাহেল ওয়ারেজ নাঈম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাবেক উপজেলা চেয়ারম্যান জমশেদ আলী, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব মন্ডল, চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ সকল ,এডিপি ম্যানেজার পরিতোষ রেমা ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কোরবান আলী প্রমুখ।
মুহাম্মদ আবু হেলাল/ ঝিনাইগাতী, শেরপুর/জি নিউজ