মুহাম্মদ আবু হেলাল, ঝিনা
ইগাতীঃ– শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের উপ-নির্বাচন ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার অবাধ, সুষ্ট ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে। ১০ টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন চলে। ভোট চলাকালীন সময়ে প্রতিটি কেন্দ্রে শান্তি শৃক্সখলা রক্ষার্থে ভ্রাম্যমান আদালত, ঝুঁকিপূর্ণ কেন্দ্রে স্থায়ী ভাবে নির্বাহী ম্যাজিষ্ট্রেট, পুলিশ, দক্ষতার সহিত ১০টি কেন্দ্রে দায়িত্ব পালন করছেন। এ উপ নির্বাচনে ৩ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। এ উপ- নির্বাচনে বিজয়ী হলেন, মোঃ শফিকুল ইসলাম (আনারস প্রতীক- প্রাপ্ত ভোট- ৫০৩৮), নিকটতম প্রতিদ্বন্ধি মোঃ আব্দুর রশীদ (তালা প্রতীকে ভোট পেয়েছেন- ৩১১১) । সরেজমিনে গিয়ে প্রত্যেক ভোট কেন্দ্রে ভোটারের লাইন ফাঁকা দেখা যায়। কেন্দ্রের আশপাশে উৎসুক জনতার ভীড় ছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক টহলরত অবস্থায় সকল কেন্দ্র পরিদর্শন করছেন। বে-সরকারী ভাবে ফলাফল ঘোষনার পূর্বে সংক্ষিপ্ত ভাবে বক্তব্য রাখেন, জেলা নির্বাচন অফিসার,ইপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা। এ সময়ে কন্ট্রোলরুমে ভিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্ঘ উপস্থিত ছিলেন। নির্বাচনের ফলাফল ঘোষনা করেন, উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মাহমুদুল হাসান।