জাহিদুল ইসলাম, শেরপুর জেলা প্রতিনিধি ঃ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধানশাইল বাজারে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ৮ মে বুধবার ভোর রাতে কালি মন্দিরে প্রতিমা ভাংচুর হয়েছে। এ ব্যাপারে পুলিশ আকমল (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে। পুলিশ, মন্দির কমিটির নেতৃবৃন্দ ও এলাকাবাসীর সূত্র জানায়, ধানশাইল বাজারের দক্ষিণ পার্শ্বে বিধবা দাদশী রানী বর্মনের কাগজপত্র মূলে ২৫ শতাংশ জমি একই গ্রামের আবু বক্কর সিদ্দিক জবর দখল করে রেখেছিল। দাদশী রানী বর্মন ওই জমিতে ঘর ওঠালে আবু বক্কর সিদ্দিকের লোকজন বুধবার ভোর রাতে দাদশী রানীর ঘর ভাংচুর করে উচ্ছেদ করে দেয়। এসময় দাদশী রানী বর্মন কালি মন্দিরে প্রার্থনা করতে এলে ভূমিদস্যুরা কালি মন্দিরে প্রতিমা ভাংচুর করে। খবর পেয়ে শেরপুরের পুলিশ সুপার মেহেদুল করিম, সহকারী পুলিশ সুপার মহিবুল ইসলাম খান, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক ও ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ বেলাল উদ্দিন তরফদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে দাদশী রানী বর্মন ৭জনকে আসামী করে ঝিনাইগাতী থানায় একটি মামলা দায়ের করেছেন।