চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে যারা মনোনয়ন ফরম জমা দিলেন, তারা হলেন, ০১। বর্তমান উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা আমিনুল ইসলাম বাদশা, ০২। উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এস এম এ ওয়ারেজ নাঈম ০৩। উপজেলা বিএনপির সভাপতি আঃ ছালাম, ০৪। জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি জমশেদ আলী, ০৫। ফকির আব্দুল মান্নান মাষ্টার (আঃ লীগ), ০৬। সরোয়ার বাহাদুর লাল (বিএনপি), ০৭। সাবেক উপজেলা যুব দলের সভাপতি আব্দুল মান্নান, ০৮। বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরী ( আঃ লীগ), ০৯। বর্তমান উপজেলা চেয়ারম্যানের ছেলে মোহাম্মদ শাহা আলী আরিফ, ১০। এস এম আমিরুজ্জামান লেবু ( আঃ লীগ) ১১। মাহবুব উল আলম ( বিএনপি), ১২। শাহ মোঃ আশরাফুল ইসলাম জুন (বিএনপি),
ভাইস চেয়ারম্যান পদে ০১। উপজেলা যুবলীগের সহ-সভাপতি আবু তাহের ০২। আব্দুল বারী সরকার (বিএনপি) ০৩। আব্দুল মান্নান হিরা (বিএনপি) ০৪। আমিরুল ইসলাম মক্কু (বিএনপি) ০৫। শামীম মোস্তফা (বিএনপি), ০৬। রাকিবুল ইসলাম রুকন (আঃ লীগ)।
মহিলা ভাইস- চেয়ারম্যান পদে ০১। বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা হক কোহিনূর, ০২। মোছাঃ নুরজাহান বেগম, ০৩। ফাহমিদা আক্তার, ০৪।আয়শা সিদ্দিকা রুপালী, ০৫। রুবি আক্তার, ০৬। লাইলী বেগম, ০৭ । মোছাঃ রিনা বেগম।
আমিনুল ইসলাম বাদশা দীর্ঘ ৩ বার ইউপি সদস্য, ১ বার ইউপি চেয়ারম্যানসহ বর্তমান উপজেলা চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করে আসছেন। আলহাজ্ব এস এম এ ওয়ারেজ নাঈম প্রায় ১০ বছর যাবত ঝিনাইগাতী উপজেলা আওয়ামীলীগের সভাপতির পদে দায়িত্ব পালন করছেন। গত উপজেলা নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে প্রতিদ্ব›িদ্বতা করে অল্প সংখ্যক ভোটের ব্যবধানে পরাজিত হন। আঃ ছালাম ঝিনাইগাতী উপজেলা বিএনপির সভাপতি পদে দায়িত্ব পালন করছেন । জনমত জরিপে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের এসএম ওয়ারেজ নাইম, বিএনপি’র আমিনুল ইসলাম বাদশা এবং ভাইস চেয়ারম্যান পদে আবু তাহের এগিয়ে রয়েছেন।