অনলাইন ডেস্কঃ- ঝিনাইদহের কোটচাঁদপুর ও হরিণাকুণ্ডু ও উপজেলায় পুলিশের সঙ্গে পৃথক ‘বন্দুকযুদ্ধের’ ঘটনায় ২’জন নিহত হয়েছে। এদিকে পুলিশ বলছে, নিহতরা নিষিদ্ধ ঘোষিত পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) সদস্য। এ ছাড়া ঘটনাস্থল থেকে ২টি এলজি, ৬টি শক্তিশালী বোমা ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।নিহতরা হলেন-কোটচাঁদপুর ভোমড়াডাঙ্গা গ্রামের মাহি বিশ্বাসের ছেলে হযরত আলী (৪০)। ও একই উপজেলার শ্রীরামপুর গ্রামের ইসলাম উদ্দিন মণ্ডলের ছেলে আব্দুর রশিদ (৩০) তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এরশাদুল কবির চৌধুরী জানান, শনিবার ভোররাত ৩টার দিকে উপজেলার রিশখালী আমতলা নামক স্থানে চরমপন্থিদের একটি দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন তথ্যের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়।এছাড়া তিনি জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি করলে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে ঘটনাস্থলেই হযরত আলী নামে একজন মারা যায়। এছাড়া কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান জানান, গতকাল শুক্রবার গভীর রাতে কোটচাঁদপুর উপজেলার চাঁদপাড়া গ্রামে সন্ত্রাসীরা বৈঠক করছে এমন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটলে পুলিশ ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় আব্দুর রশিদকে পড়ে থাকতে দেখে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রশিদকে মৃত ঘোষণা করে। এছাড়া এবিষয়ে জেলা পুলিশ সুপার (এসপি) আলতাফ হোসেন জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠন জনযুদ্ধের ক্যাডার হিসেবে দীর্ঘদিন তারা চাঁদাবাজি, অপহরণ, মুক্তিপণ আদায়সহ নানা অপরাধে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে জানান তিনি।
ঝিনাইদহে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের’ ২ ‘চরমপন্থি’ নিহত
Share This