ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ ডায়াবেটিক হাসপাতালে ঢাকার বারডেম থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসকদের স্বল্পমুল্যে দিন ব্যাপী এক মেডিকেল ক্যাম্প বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। এই মেডিকেল ক্যাম্পে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত প্রায় আড়াইশ রোগী স্বল্পমুল্যে চিকিৎসা সেবা গ্রহন করেন। মেডিকেল ক্যাম্পে ঢাকা বারডেম হাসপাতালের এন্ড্রোক্রাইরোলজি বিভাগের অধ্যাপক ডা. ফারুক পাঠান, চর্ম বিভাগের অধ্যাপক ডা. মীর নজরুল ইসলাম, নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আমিনুর রহমান, হৃদরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোঃ আবুল মোকাররম বদরুদ্দীন সাফদার ও নাক কান গলা বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সুধাংশু শেখর বিশ্বাস রোগী দেখেন। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ঝিনাইদহ ডায়াবেটিক হাসপাতালের সভাপতি তোবারক হোসেন, সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম ফোটন, যুগ্ম-সম্পাদক মীর নাসির উদ্দীন, আলহাজ্ব হাফিজুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা শামিম ইসলাম ও নারায়নচন্দ্র বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।