জি নিউজ বিডি ডট নেটঃ- গাজীপুরঃ- টঙ্গীতে পুলিশের সঙ্গে ১৮ দলের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় সাবেক এমপি ও বিএনপি নেতা হাসান উদ্দিন সরকার গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় সাংবাদিকসহ অন্তত অর্ধশতাধিক আহত হয়েছে বলে জানা গেছে।গত মঙ্গলবার এ ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত অবস্তা হাসান উদ্দিন সরকারকে রাজধানীর একটি প্রাইভেট হাসপাতালে ও অন্যদের টঙ্গী সরকারি হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এছাড়া ঘটনার পর টঙ্গী থানার তালিকাভুক্ত সন্ত্রাসী ইসরাফিল, টঙ্গী থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সফিউদ্দিন সফি ও রেজাউলের নেতৃত্বে আওয়ামী লীগের কর্মীরা হাসান সরকারের বাসভবনে হামলা চালায়। এ সময় তারা বাড়ির গেট ভাঙার চেষ্টা করে ব্যর্থ হয়ে সিসি ক্যামেরা খুলে নিয়ে যায়। এদিকে হাসান সরকার গুলিবিদ্ধ ও তার বাড়িতে হামলার ঘটনায় চারদিকে বিক্ষোভ ছড়িয়ে পড়লে পুলিশের সঙ্গে ১৮ দলের নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় ৫-১০টি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। তাঃ- ২৭নভেম্বর, ২০১৩