ছবি বিবিসির জি নিউজ ঃ-আজ রোববার বিকেলে পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে টঙ্গীর পাগাড় এলাকায় পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে পুলিশ ও শ্রমিকসহ অন্তত ৪৫ ব্যক্তি আহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বেতন বাড়ানোর দাবিতে পাগাড় এলাকায় ৩টি পোশাক কারখানায় আজ রোববার দুপুরের পর শ্রমিক অসন্তোষ দেখা দেয়। একপর্যায়ে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, জাবের জুবায়ের ফেব্রিকস, হামিদ টেক্সটাইল ও অনন্ত ফেব্রিকসের কয়েক হাজার শ্রমিক আজ দুপুরের খাবার শেষে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে শিশির টেক্সটাইলের শ্রমিকেরাও বিক্ষোভে যোগ দেন। কারখানার সামনে বিক্ষোভ চলাকালে পুলিশ বাধা দিলে ।এ সংঘর্ষ ঘটনা ঘটে,এ সময় টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ আহত হন ,তিনি জানান শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছিল। কিন্তু পোশাক শ্রমিকেরা আরও বিক্ষুব্ধ হয়ে ওঠেন। পুলিশকে লক্ষ্য করে তাঁরা ইটপাটকেল ছোড়েন। পুলিশও পাল্টা জবাব দেয়। সংঘর্ষে পুলিশ-শ্রমিকসহ অন্তত ৪৫ ব্যক্তি আহত হয়েছেন। তাঃ-২২ সেপ্টেম্বর ২০১৩