জি নিউজ ঃ-প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার টুঙ্গিপাড়া যাচ্ছেন । সকাল ১০টা ২০ মিনিটে তিনি ঢাকা থেকে হেলিকপ্টারে করে টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা করবেন। দুপুর সোয়া ১২টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাতসহ অন্যান্য কর্মসূচিতে অংশ নেবেন। ঢাকায় ফিরে এসে প্রধানমন্ত্রী বিকেল ৩টায় মন্ত্রিপরিষদ সভায় অংশ নেবেন। জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ কক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।