জি নিউজ বিডি ডট নেট ঃ-ঠাকুরগাঁওয়ের সেতরিকুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি প্রিজাইডিং অফিসার জোবায়েদুল হককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুই পুলিশ সদস্যও গুরুতর আহত হয়েছে। আজ (রোববার) রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ভোট কেন্দ্রে হামলা চালিয়ে পুলিশের অস্ত্র ও ব্যালট বাক্সও ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া, সদর উপজেলার হাজীপাড়া উচ্চ বিদ্যালয়, ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সালন্দর উচ্চ বিদ্যালয়সহ ১০টি ভোট কেন্দ্রেও আগুন দিয়েছে বিরোধীদলের নেতা কর্মীরা এর আগে দেশের বিভিন্ন স্থানে একতরফা নির্বাচন ঠেকাতে ব্যালট পেপার ছিনতাই ও বাক্সসহ নির্বাচনী সরঞ্জামে অগ্নিসংযোগ, ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ, বিষ্ঠা নিক্ষেপ, পুলিশের ওপর হামলা, নির্বাচন অফিসে ও কেন্দ্রে পেট্রল বোমা ছুড়ে দেশব্যাপী আতঙ্ক সৃষ্টি করেছে বিরোধী জোটের কর্মী-সমর্থকরা। গাড়িতে হামলা ও পুলিশকে পিটিয়ে চট্টগ্রাম, গাইবান্ধা, যশোর, নরসিংদী, লক্ষ্মীপুর, ঠাকুরগাঁও, নীলফামারীর অন্তত ১০টি কেন্দ্রের নির্বাচনী সরঞ্জাম পুড়িয়ে দিয়েছে তারা। শুক্রবার সন্ধ্যা থেকে আজ রাত ১২টা পর্যন্ত অগ্নিসংযোগ ও হামলার শিকার হয়েছে অন্তত ৫০টি জেলার ২২০টি ভোটকেন্দ্র। অব্যাহত অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক বিরাজ করছে প্রতিটি নির্বাচনী এলাকায়। রংপুরের পীরগাছা ও লালমনিরহাটে দুই প্রিজাইডিং অফিসার ও চট্টগ্রাম, যশোরসহ বিভিন্ন জেলায় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এবারই প্রথম নজিরবিহীনভাবে চট্টগ্রামের সাতকানিয়া ও লক্ষ্মীপুরে দু’টি করে এবং দিনাজপুর ও নীলফামারীতে একটি করে কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টিসহ দেশের উল্লেখযোগ্য প্রায় সব রাজনৈতিক দল দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করেছে। জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ১৫৩টিতে বিনা ভোটেই জিতে গেছেন মহাজোটের প্রার্থীরা। ফলে ভোটারদের প্রায় ৫৩ ভাগই ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাননি। আন্তর্জাতিক সম্প্রদায় নির্বাচনকে করেছে প্রত্যাখ্যান। নির্বাচন নিয়ে অধিকাংশ ভোটারের মধ্যে কোনো আগ্রহও নেই; নেই বিদেশি পর্যবেক্ষকও। ঢাকা ট্রিবিউনের জরিপে বলা হয়েছে, দেশের ৭৭ ভাগ ভোটার এ নির্বাচনকে প্রত্যাখ্যান করেছেন।খবর রেডিও তেহরানএর/#