জি নিউজঃ-ঢাকার আশুলিয়ার গতকাল বৃহস্পতিবার দুপুরে আশুলিয়ার ঘোড়াট এলাকা থেকে একটি পিস্তলসহ সাদেকুল নামের এক যুবককে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতবৃহস্পতিবার দুপুরে আশুলিয়ার গোড়াট এলাকার হামিদুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে ওই যুবককে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। সাদেকুল ঠাকুরগাওয়ের হরিপুর এলাকার শাহাবুদ্দিনের ছেলে। এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বদরুল আলম জানান, সাদেকুলের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা হ য়েছে।
ঢাকার আশুলিয়ায় পিস্তলসহ যুবক আটক
Share This