মুহাম্মদ আবু হেলাল, ঝিনাইগাতী ঃ গত ১৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকালে ঢাকার মহাখালী সাত তলা বস্তি এলাকা থেকে অপহরণকৃত দুলাল নামে দেড় বছরের এক শিশুকে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গজারী পাড়া গ্রাম থেকে উদ্ধার করেছে থানা পুলিশ। শিশু দুলাল বরগুনা থানার পশ্চিম বরিদচর গ্রামের ইদ্রিস আলীর ছেল্। তারা দীর্ঘদিন থেকে মহাখালীর সাত তলা বস্তি এলাকায় বসবাস করছে। গজারী পাড়া গ্রামবাসীরা জানায়, গত বৃহস্পতিবরা রাতে ঝালকাঠি জেলার কাঠালিয়া থানার আমুয়া গ্রামের মৃত আলম গাজির ছেলে খোকন (৪০) তার নিজ ছেলের পরিচয় দিয়ে দেড় বছরের দুলাল নামে এক শিশুকে নিয়ে দুর সম্পর্কের আত্মীয় ঝিনাইগাতী উপজেলার গজারী পাড়া গ্রামের আনছার আলীর বাড়ীতে আসে এবং আনছার আলীকে বলে, তার স্ত্রীর সাথে ঝগড়া হওয়ার কারণে ছেলেকে নিয়ে কয়েক দিনের জন্য এখানে বেড়াতে এসেছে। শিশুটিকে আশ-পাশের লোকজন দেখে সন্দেহ করে এবং অপহরণকারী খোকনকে এলাকার লোকজন প্রকৃত সত্য বলার জন্য ভয় দেখালে, খোকন বাচ্চাটিকে অপরণের কথা স্বীকার করে বলে,“ আমি টাকার জন্য শিশুটিকে আনিনি, শিশুর মাকে বসে আনার জন্য আমি একাজ করেছি”। এ সকল তথ্যের ভিত্তিতে স্থানীয় লোকজন থানায় সংবাদ দিলে , ঝিনাইগাতী থানার অফিফসার ইনচার্জ গোলাম মোর্শেদ তালুকদার ও এসআই ফজলে এলাহী সঙ্গীয় ফোর্স নিয়ে গজারী পাড়া আনছার আলীর বাড়ী থেকে অবস্থায় অপহরণকারী খোকনকে গ্রেফতার ও শিশু দুলালকে উদ্ধার করে। গত ১৪ ফেব্রæয়ারী শিশুটির পিতা ইদ্রিস আলী ঢাকার বনানী থানায় একটি অপহরণের অভিযোগ দাখিল করে। এ ব্যাপরে ঝিনাইগাতী থানা পুলিশও অপরণের দায়ে মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা যায়।