স্টাফরিপোটারঃ- রাজধানীর সদরঘাট ঢাকায় ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট ও হাসপাতালে শিক্ষার্থী ও কর্মচারীদের মধ্যে সংঘর্ষ বেধেছে। এতে অন্তত ১২ জন আহত হন। গতকাল শনিবার বেলা সোয়া ১১টার দিকে এই সংঘর্ষ শুরু হয় । প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় গত বৃহস্পতিবার ওই ইনস্টিটিউটের ওয়াসিম নামের শিক্ষার্থীকে চড় মারেন বাবুল নামের একজন কর্মচারী। এ ঘটনায় গতকাল বেলা সোয়া ১১টা থেকে শিক্ষার্থীরা কলেজে ঢুকে ভাঙচুর শুরু করেন ও কর্মচারীদের ওপর হামলা চালান। এতে বাবুলসহ অন্তত ১২ জন কর্মচারী আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে বাবুলকে দুপুর সোয়া ১২টার দিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয়। ওই হাসপাতাল ক্যাম্পাসের ফটকের সামনে পুলিশ থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি।এবিষয়ে ওয়ারী জোনের পুলিশের সহকারী কমিশনার (এসি) মো. শাহেদ জানান কলেজ কর্তৃপক্ষ এখনো পুলিশকে কিছু জানায়নি। তাই আমরা কলেজের ভেতরে প্রবেশ করতে পারছি না। কর্তৃপক্ষ অনুমতি দিলে পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা চালাব।এদিকে হাসপাতালে সেবা নিতে আসা আবদুল কাইয়ুম নামের এক ব্যত্তি জানান গতকাল সকালে তিনি স্ত্রীকে নিয়ে হাসপাতালে এসেছিলেন চিকিত্সাসেবা নিতে। শিক্ষার্থী ও কর্মচারীদের সংঘর্ষের কারণে জরুরি বিভাগ থেকে রোগীদের বের করে দেওয়া হচ্ছে। এ কারণে অসুস্থ স্ত্রীকে নিয়ে এখন অন্য হাসপাতালে যাচ্ছেন বলে জানান তিনি ।