অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :ঢাকায় প্রতারণা ও অর্থ আত্মসাৎ মামলায় আগৈলঝাড়া উপজেলার এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের চেঙ্গুটিয়া গ্রামে গতকাল শুক্রবার দুপুরে।
পুলিশ জানায়, উপজেলার চেঙ্গুটিয়া গ্রামের তোতা তালুকদারের ছেলে ও রাজিহার ইউপি সদস্য ডবিউ তালুকদার ঢাকার মোহাম্মদপুর এলাকার বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নিয়ে আত্মসাৎ করে। ভুক্তভোগীরা টাকা চাইলে ডবিউ টাকা ফেরৎ দিতে অস্বীকার করলে ভুক্তভোগীরা মোহাম্মদপুর থানায় অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে মামলা করেন ডবিউ’র বিরুদ্ধে । ওই মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ইউপি সদস্য ডবিউকে গতকাল শুক্রবার দুপুরে আগৈলঝাড়া থানার এসআই সহিদ চেঙ্গুটিয়া থেকে গ্রেফতার করেছে। ডবিউর বিরুদ্ধে নিজ এলাকা চেঙ্গুটিয়া গ্রামসহ বিভিন্ন এলাকায় লোকজনের সাথে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের বিস্তর অভিযোগ রয়েছে।