ডেস্ক রিপোর্ট,জি নিউজ : রাজধানীর বনানীর চেয়ারম্যানবাড়ি-সংলগ্ন সৈনিক ক্লাবের কাছে বৃহস্পতিবার একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। ট্রেনের কনটেইনার উল্টে বস্তির ওপর আছড়ে পড়লে ১ জন নিহত ও অন্তত ৮ জন আহত হন। কনটেইনারের আঘাতে মাটির সঙ্গে মিশে গেছে অন্তত ১৫ টি বস্তিঘর। এ ছাড়া ক্যান্টনমেন্ট ডিওএইচএস এর সীমানা প্রাচীরের একটি অংশ ভেঙে গেছে।প্রত্যক্ষদর্শী বস্তিবাসী মনোয়ারা বেগম বলেন, এখানে চারটি ঝুঁপড়িঘর ছিল। সব ঘরই কন্টেইনারের নিচে চাপা পড়েছে। এসব ঘরে অনেক মানুষ ছিল। তিনি বলেন, আমি বিকট শব্দ শুনতে পেয়ে ছুটে ঘরের বাইরে বের হয়ে আসি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের সহকারী উপকমিশনার (এডিসি) শাহনেওয়াজ জানান, আহত অবস্থায় আটজনকে উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ও আশেপাশের হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কন্টেইনারের নিচে কতজন চাপা পড়ে আছে তা এখনি নিশ্চিত হওয়া যাচ্ছে না। সেনাবাহিনী, দমকল বাহিনী, পুলিশ ও র্যাব উদ্ধার তৎপরতা চালাচ্ছে। আরেকটি লাইন অক্ষত থাকায় ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।