জি নিউজঃ-রাজধানীর মগবাজার এলাকায় হরতাল সমর্থনে সোমবার দুপুরে জামায়াত-শিবিরের মিছিল বের করে। এসময় পুলিশ তাদেরকে বাধা দিলে তারা পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে এবং রাস্তায় আগুন ধরিয়ে দেয়।এদিকে প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর সাড়ে ১২ টার দিকে আগামী ৩৬ ঘন্টা হরতালের সমর্থনে জামায়াত শিবিরের নেতা-কর্মীরা একটি মিছিল বের করে। পুলিশ তাদেরকে বাধা দিলে পুলিশকে লক্ষ্য করে তারা ইট-পাটকেল নিক্ষপ করে। এসময় তারা মগবাজার এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে রাস্তায় আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় এখনো পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি । এই ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।