জি নিউজ বিডি ডট নেট ঃ- ঢাকা মহানগর পুলিশের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় । কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) মো. আতিকুর রহমানকে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ক্যান্টমেন্ট থানার ওসি মো. সালাউদ্দিনকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি, তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মনিরুজ্জামানকে কোতয়ালী থানার ওসি হিসেবে রদবদল করা হয়েছে। এছাড়া কোতয়ালী থানার ওসি শাহ আলমকে বিমানবন্দর থানার ওসি এবং বিমানবন্দর থানার ওসি শামসুদ্দুন আহমেদ চৌধুরীকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দক্ষিণ বিভাগে বদলি করা হয়েছে। গতকালবৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দফতর থেকে এ সংক্রান্ত আদেশ জারির মাধ্যমে এ রদবদল করা হয়। তাঃ- ৩১ জানুয়ারি ২০১৪।