সোহেল রানা, স্টাফ রিপোটার উত্তরা থেকে:ঢাকা শিল্পাঙ্গণ সাংস্কৃতিক ও সামাজিক একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে আনন্দ-ঘন পরিবেশে মহান বিজয় উৎসব-২০১৪ পালিত হয়েছে। ঢাকার মীরপুরের কল্যাণপুর গালর্স স্কুল এন্ড কলেজ মাঠে ২৪ ডিসেম্বর বুধবার দিনব্যাপী এ অনুষ্ঠান হয়। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন, কোর-আন তেলোয়াত, গীতা পাঠ, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান, সুবর্ণা শিশুকল্যাণ স্কুলের অংশ গ্রহনে পথ শিশুদের নিয়ে ক্রীড়া অনুষ্ঠান, চিত্রাস্কাণ প্রতিযোগীতা ও পুরুস্কার বিতরণ। এ উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঢাকা শিল্পাঙ্গণ সাংস্কৃতিক ও সামাজিক একাডেমির সভাপতি প্রভাস চন্দ্র হালদার। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব রাখেন ডেপুটি স্পিকার এ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংরক্ষিত আসনের জাতীয় সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিন, ডিপ্লোমা চিকিৎসক পরিষদের মহাসচিব ড.খন্দকার মো: ইমদাদুল হক সেলিম, জাতীয় কমিটি ন্যাপ (মো) এর সদস্য ও লোকনাথ স্মরণ সভার সভাপতি পার্থ সারথি চক্রবর্তী, ডিএমপি মীরপুর বিভাগের আর,ও এবং লোকনাথ স্মরণ সভার সহ-সভাপতি পরিমল চন্দ্র মলিক, ক্যাম্প ইনচার্জ-রাজগঞ্জ ইয়ুর্থ ক্লাব জলপাইগুড়ি ভারত এর অধ্যক্ষ আতাউর রহমান, মীরপুর ১১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি গাজী অলিউর রহমান বাবু, কল্যাণপুর নতুন বাজার পরিচালনা কমিটির সভাপতি ও লোকনাথ স্মরণ সভার সহ-সভাপতি শম্ভুনাথ বণিক ও টেকনোলষ্টি গ্রুপ (বিডি) সিইও লি: এর ব্যবস্থপনা পরিচালক ইঞ্জিনিয়ার আর এন বাবু। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন ঢাকা শিল্পাঙ্গণ সাংস্কৃতিক ও সামাজিক একাডেমির উপদৃষ্টা ইত্যাদি খ্যাত অর্জুন বিশ্বাস, সিনিয়র সহ-সভাপতি এম.এইচ জীবন, সাধারণ সম্পাদক উম্মে জান্নাতুল ফেরদৌস শাপলা, মহান বিজয় উৎসব কমিটির সদস্য সচিব বিমল চন্দ্র সরকার ও কোষাধ্যক্ষ শরীফ মোহাম্মদ ফেরদৌস প্রমূখ। শেষে ঢাকা শিল্পাঙ্গণের শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা শিল্পাঙ্গণের আয়োজনে বিজয় উৎসব পালিত
Share This