গাজীপুর প্রতিনিধি,জি নিউজঃ- তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায়ের জন্য বিএনপি’র নেতাকর্মীরা রাজপথে নামতে প্রস্তুত রয়েছে বলে জানিছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ । তিনি বলেন জনগণের আন্দোলনের চাপে সরকার তত্ত্বাবধায়কের দাবি মেনে নিতে বাধ্য হবে। আ স ম হান্নান শাহ বলেন, খালেদা জিয়ার আদেশ পাওয়া মাত্র নেতাকর্মীরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে। দেশনেত্রী ডাক দিলে গাজীপুরের নেতা কর্মীরা সকল রাস্তা ঘাট, অফিস আদালত, মিল ফ্যাক্টরী বন্ধ করে দিবে। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি সরকারকে মেনে নিতেই হবে। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোন নির্বাচন দেশের জনগণ মেনে নেবেনা। গতবৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুর শহরের বঙ্গতাজ মিলনায়তনে গাজীপুর জেলা বিএনপি আয়োজিত যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এছাড়া গাজীপুর জেলা বিএনপি’র সভাপতি ফজলুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক এমএ মান্নান। তাঃ- ২৯ আগস্ট ২০১৩
তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোন নির্বাচন জনগণ মেনে নেবেনা – আ স ম হান্নান শাহ
Share This