
জি নিউজ ঃ- বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন দিলে কাউকে ভোট কেন্দ্রে যেতে দেওয়া হবে না। এমকে আনোয়ার বলেন, অত্যাচার, দুর্নীতি বন্ধ করে জনতার কাতারে দাঁড়িয়ে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে পদত্যাগ করুন। অন্যথায় কাউকে ভোট কেন্দ্রে যেতে দেওয়া হবে না। এই সরকার তার পরিবারের কয়েকজন দুর্নীতিবাজকে বাঁচাতে বাংলাদেশের সবচেয়ে কাঙ্ক্ষিত পদ্মাসেতুকে বিসর্জন দিয়েছেন, মন্তব্য করেন বিএনপির নেতা এম কে আনোয়ার, গতবুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এম কে আনোয়ার, বলেন, “তারেক রহমানের বিরুদ্ধে একটির পর একটি মামলা দেওয়া হচ্ছে। একটি মামলাতেও দোষী প্রমাণ করতে পারেনি সরকার। তার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার কারণে মামলাগুলো করা হয়েছে।