জি নিউজ বিডি ডট নেট ঃ- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, তফসিল অনুয়ায়ী দশম জাতীয় সংস নির্বাচন হবে। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে। শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে, এর কোনো হেরফের হবে না। বুধবার রাতে গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা শেষে সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, “যারা নির্বাচন প্রক্রিয়া থেকে সরে যাচ্ছে তারা দেশে গণতান্ত্রিক সরকার চান না। সৈয়দ আশরাফ আরও বলেন, “যত বাধাই আসুক আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে অন্য সব রাজনৈতিক দলও নির্বাচনে আসবে। কারণ, তাদের নির্বাচনে না আসার কোনো যুক্তি নেই। তিনি বলেন, “হরতাল, সন্ত্রাস দিয়ে নির্বাচন ঠেকানো যাবে না। শেখ হাসিনা যখন আন্দোলন করেছিলেন তখন জনগণের সঙ্গে রাস্তায় নেমে এসেছিলেন। আর খালেদা জিয়া আন্দোলনের নামে হামলার নির্দেশ দিয়ে ঘরে বসে ঘুমান।এছাড়া জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের নির্বাচন থেকে সরে যাওয়া প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জাবাবে সৈয়দ আশরাফ বলেন, “এরশাদের বিষয়ে এখনো কথা বলার সময় হয়নি। সময় হলে দেখবেন। তাঃ-০৪-১২-২০১৩