অনলাইন ডেস্ক:- ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি–সমর্থিত মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে মাঠে নেমেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া । বিএনপির চেয়ারপারসনের সঙ্গে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানসহ মাহিলা দলের কয়েকজন নেত্রী আছেন।
খালেদা জিয়ার প্রচারণা উপলক্ষে স্থানীয় মানুষের মধ্যে উৎসাহ লক্ষ করা গেছে। অনেককে খালেদা জিয়ার পক্ষে স্লোগান দিতেও দেখা গেছে।
পূর্ব ঘোষণা ছাড়াই আজ শনিবার বিকেলে তিনি তাবিথ আউয়ালের পক্ষে ভোট চাইতে প্রচারণায় নামেন।
জানা গেছে, খালেদা জিয়া আজ বিকেল সাড়ে চারটার দিকে গুলশান–২–এর পিংক সিটি মার্কেট থেকে তাবিথ আউয়ালের পক্ষে প্রচারণা শুরু করেন। তিনি ওই মার্কেটের কয়েকটি দোকানে গিয়ে মানুষের কাছে তাবিথের পক্ষে ভোট ও দোয়া চান।
এরপর সেখান থেকে খালেদা জিয়া গুলশান–১ নম্বরে অবস্থিত ডিসিসি মার্কেটে যান। তিনি মার্কেটের নিচ তলায় প্রচারণা চালান। এ ছাড়া ২০ নম্বর ওয়ার্ডে বিএনপি–সমর্থিত কাউন্সিলর প্রার্থী ফারুক হোসেন খালেদা জিয়ার সঙ্গে প্রচারণা চালাচ্ছেন।