জি নিউজ ঃ-এবার তো আঁটঘাট বেঁধে আসবে, এবার আর নামাতেই পারবেন না, বিগত সেনা সমর্থিত সরকারের দিকে ইঙ্গিত করে বুধবার সংসদে বলেছেন তিনি। নির্বাচনকালীন নির্দলীয় সরকার প্রতিষ্ঠার মাধ্যমে অনির্বাচিতদের ক্ষমতায় যাওয়ার পথ তৈরি করার বিষয়ে বিএনপিকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলে আসছেন, রাজনৈতিক সঙ্কটের সুযোগ নিয়ে অনির্বাচিতদের ক্ষমতায় বসানোর মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করার ষড়যন্ত্র এখনো ক্রিয়াশীল। সংসদে অনির্ধারিত আলোচনায় তিনি বুধবারও ওয়ান-ইলেভেনের কথা তুলে ধরে বলেন, শুনলাম আর্মি ব্যাকড; তারপর হেডেড বাই আর্মি কীভাবে হবে, তা করতে অনেকে তৎপর হয়ে গেলো। বর্তমান সরকার সংবিধানের পঞ্চদশ সংশোধনের মাধ্যমে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করেছে। এর ফলে নির্বাচিত সরকারের অধীনের নির্বাচন হবে এবং নির্বাচিত সরকারই পরবর্তী নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। প্রধানমন্ত্রী বলে আসছেন, এই গণতান্ত্রিক রীতি প্রতিষ্ঠাই তার লক্ষ্য। তবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে তিনটি নির্বাচনকে উদাহরণ হিসেবে দেখিয়ে বিএনপি বলছে, দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন এদেশে নিরপেক্ষ হবে না, কারণ এতে প্রশাসন চাপমুক্ত হয়ে কাজ করতে পারবে না। বিএনপিকে উদ্দেশ্য করে গত ১৬ জুন প্রধানমন্ত্রী সংসদে বলেছিলেন, আর কোনো অসাংবিধানিক কাউকে আনার চেষ্টা করবেন না। তাতে কারো লাভ হবে না, নির্বাচনই হবে না। আগের মতো নির্দলীয় সরকার প্রতিষ্ঠার দাবিতে বিএনপির নেতৃত্বে বিরোধী দল আন্দোলনে রয়েছে, যদিও তাদের দাবি প্রত্যাখ্যান করে আসছে সরকারি দল। ওই বক্তব্যের মাধ্যমে নির্বাচন না দেয়ার কথা শেখ হাসিনা বলেছেন, বলে বিএনপি নেতাদের দাবি। নিজের ওই বক্তব্যের ব্যাখ্যা দিয়ে তিনি বুধবার বলেন, তত্ত্বাবধায়ক আর ইলেকশন দেবে না- এই কথাটাই আমি বলেছি। এটা বিকৃত করে বলা হচ্ছে, আমি নাকি বলেছি যে আর ইলেকশনই হবে না। সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলে দুই নেত্রীকে রাজনীতি থেকে বিদায় করার যে ষড়যন্ত্র হয়েছিলো, সেই ধরনের চেষ্টা এখনো চলছে বলে বিএনপিকে সতর্ক রেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তারা তো এবার আঁটঘাট বেঁধে আসবে এলে আর নামবে না-প্রধানমন্ত্রী
Share This