জি নিউজ ঃ- সাবেক দুই প্রেসিডেন্ট শেখ মুজিবর রহমান ও জিয়াউর রহমান প্রসঙ্গে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য ভুল প্রমাণ করতে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন দলিলপত্রের প্রমাণ দিতে ব্যর্থ হয়ে আওয়ামী লীগের নেতারা গালাগালির ভাষায় কথা বলছেন।গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ‘তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচারে’র প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন। আওয়ামী লীগ নেতাদের বিভিন্ন বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, সংসদে যে ভাষা ব্যবহার করা হচ্ছে, তা অশ্রাব্য। তাদের এসব ভাষা শুনে বোঝা যায়, আওয়ামী লীগ কত দেউলিয়া হয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, তাদের নীলনকশার অংশ হিসেবে জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক জিয়াকে নিয়ে ধারাবাহিক মিথ্যাচার করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি কোনো বিতর্কে যেতে চায় না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সবাই জানে একাত্তরে কারা যুদ্ধে করেছিলেন, আর কারা থিয়েটার রোডে ছিলেন। ওই সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি বজলুল করিম চৌধুরী আবেদ। সভায় আরো বক্তব্য রাখেন ছাত্রদলের সাবেক নেতা আসাদুজ্জামান রিপন, খায়রুল কবীর খোকন, ফজলুল হক মিলন, নাজিম উদ্দিন আলম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সুলতান সালাহউদ্দিন টুকু, এ বি এম মোশাররফ হোসেন, শফিউল বারী বাবু, আমিরুল ইসলাম আলিম, বর্তমান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওবায়দুল হক নাসির প্রমুখ।