জি নিউজ অনলাইনঃ- লন্ডনে এক অনুষ্ঠানে বঙ্গবন্ধূ শেখ মুজিবুর রহমানকে রাজাকার বলায় তারেক রহমানের প্রতি হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেছেন, ‘তার (তারেক রহমান) সম্পর্কে কথা বলতে ঘৃণা হয়। নাম নিতেও ঘৃণা হয়। মানুষকে বিভ্রান্ত করার জন্য ইতিহাস বিকৃতি করছে। তার এ ধরনের কথা বার্তা আর মেনে নেওয়া হবে না।’
এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনার কুপুত্র তারেক রহমানকে জিহবা সামলে কথা বলতে বলবেন। নইলে বাংলার মানুষ সহ্য করবে না, বিশ্ববাসীও মেনে নেবে না। তাকে সমুচিত জবাব দেয়া হবে।আইভি রহমানসহ বহু মানুষের রক্ত তার হাতে। বিচার অবশ্যই হবে।
৪৪তম বিজয় দিবস উপলক্ষে গতকাল বুধবার বিকেলে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগের এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী এ কথা বলেন ।এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী।
তারেককে ‘অশিক্ষিত জানোয়ার’ আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘ লেখাপড়া করলে বা ইতিহাস পড়লে তো সে জানত। মানুষ হয়নি বলেই জানোয়ারের মতো কথা বলে। জানোয়ারের শিক্ষা কীভাবে দিতে হয়, তা বাংলার মানুষ জানে, মানুষ দেবেও। মানুষের কাছ থেকে জানোয়ার যে শিক্ষা পায়, তাই দেওয়া উচিত এবং মানুষ তা দেবেও।