বগুড়া প্রতিনিধিজি নিউজ ঃ- তারেক রহমানকে দেশে এনে গ্রেফতার করে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে, বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বগুড়ায় এক সমাবেশে এই অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। গতবৃহস্পতিবার দুপুরে বগুড়ায় জেলা বিএনপি আয়োজিত এক সমাবেশে তিনি এ অভিযোগ করেন। সমাবেশে নজরুল ইসলাম খান বলেন, তারেক রহমান কারও দয়ায় নয়, বরং নিজ যোগ্যতা দিয়েই দলের নেতৃত্ব অর্জন করেছেন। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে ওই মিছিল-সমাবেশের আয়োজন করা হয়। নজরুল ইসলাম খান আরও বলেন – ওয়ান-ইলেভেনের সরকারের সময় নির্যাতনের মাধ্যমে তারেক রহমানকে হত্যার চেষ্টা করা হয়েছিল কিন্তু তিনি বেঁচে গেছেন। আবারও তাকে দেশে এনে গ্রেফতার করে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বগুড়া শহরের নওয়াববাড়ী সড়কে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে মিছিল-পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা জয়নাল আবেদীন চাঁন,সহ সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল প্রমুখ।