জি নিউজঃ- খালেদা জিয়া ও তারেক রহমানকে পড়াশোনা করে ইতিহাস নিয়ে মন্তব্য করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন। তিনি বলেন, ‘পঁচাত্তরের পর থেকেই মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার চেষ্টা চলছে। এখন সময় এসেছে আমাদের ঐকবদ্ধ হবার। আমাদের বই ও পাঠপুস্তকের মধ্যে মুক্তিযুদ্ধের ইতিহাস অন্তর্ভূক্ত করা প্রয়োজন।গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কেন্দ্রীয় গণ-গ্রন্থাগার সেমিনার কক্ষে মুজিবনগর দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। জাতীয় গণতান্ত্রিক লীগ এবং ন্যাপ ভাসানী এ আলোচনা সভার আয়োজন করে।খালেদা জিয়াকে উদ্দেশ্য করে সাহারা খাতুন বলেন, ‘আর কত মিথ্যাচার করবেন? এখন দয়াকরে থামুন। ধৈর্য ধরে এখন চুপ করুন ও মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস বিকৃত করবেন না। আপনার ও আপনার ছেলের বিরুদ্ধে সাধারণ জনগণ তৈরি হচ্ছে, তারাই আপনাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে। তিনি অভিযোগ করে বলেন, ‘লন্ডন থেকে তারেক রহমান দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে আর দেশে বসে তার মা খালেদা জিয়া এ ষড়যন্ত্রের কাজ পরিচালনা করছে। তারা এক সময় জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বানায় আবার প্রথম রাষ্ট্রপতি বানায়। তারা ভুলে গেছেন যে এসব বক্তব্যের জন্য তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হতে পারে। অবশ্য তারা তারা লেখাপড়া জানলে এ ধরনের বক্তব্য দিতেন না।ওই আলোচনা সভায় সভাপতিত্ব করেন ন্যাপ ভাসানীর সভাপতি মোসতাক আহমেদ ভাসানী।আরও উপস্থিত ছিলেন ব্যারিস্টার এম আমিনুল ইসলাম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ
তারেক লন্ডন থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তার মা খালেদা জিয়া দেশে বসে ষড়যন্ত্রের কাজ পরিচালনা করছে- সাহারা খাতুন
Share This