সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরার শহর উপকণ্ঠের মল্লিক পাড়া মোড় থেকে সোমবার ভোরে ১২ লাখ টাকা মুল্যের তিন হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি। এসময় একটি টয়োটা এক্স করোলা বিলাস বহুল প্রাইভেটকার আটক করা হয়।
৩৮ বিজিবি’র অপারেসন অফিসার মেজর আনোয়ারুল মাযহার জানান, ব্যাটালিয়ন সদর দপ্তরের নায়েক সুবেদার আঃ রাজ্জাকসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযানে চালিয়ে বিপুল পরিমান ফেনসিডিলের এই চালান আটক করে । তবে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারি চক্রটি সটকে পড়ে। এব্যাপারে মাদক আইনে একটি মামলা দায়ের করেছে বিজিবি।