অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :বরিশালের আগৈলঝাড়ায় তুচ্ছ ঘটনা ও পূর্ব বিরোধের জের ধরে এক গৃহবধুকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষ। এঘটনায় ৪জন আহত হয়েছে। থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
আহত ও স্থানীয়সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের চাঁদত্রিশিরা গ্রামের আলমগীর ভাট্টি ও তার ভাই জাহাঙ্গীর ভাট্টির দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন যাবৎ পূর্ববিরোধ চলে আসছে। একারণে একাধিকবার আলমগীরের স্ত্রী ও মেয়েদের উপর প্রতিপক্ষ জাহাঙ্গীর ও তার ছেলে ওসমান হামলা চালিয়ে শারীরিক নির্যাতন করে। এরই ধারাবাহিকতায় গতকাল বিকেলে তুচ্ছ ঘটনার সূত্র ধরে জাহাঙ্গীরের ছেলে ওসমান আলমগীরের স্ত্রী রহিমা বেগম (৩৫) কে পিটিয়ে গুরুতর আহত করে। এসময় রহিমাকে রক্ষা করতে তার মেয়ে সুখী, রেহেনা এবং পাশের ঘরের মাসুদা এগিয়ে এলে তারাও হামলার শিকার হয়। আহতাবস্থায় স্থানীয়রা রহিমাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে আহতের পরিবারসূত্রে জানা গেছে।