রুমন মোস্তাফিজ, তুরাগ(উত্তরা)সংবাদদাতাঃরাজধানীর তুরাগের পাকুরিয়া তারা মসজিদের পশ্চিম পাশের একটি টিনসেট বাড়ির পানির ট্যাংক থেকে অঙ্গ্যাত এক যুবকের(৩০) লাশ উদ্ধার করেছে তুরাগ থানা পুলিশ।
আজ মঙ্গলবার দুপুর দুই টার দিকে পাকুরিয়ার গ্রামের একটি বাড়ির পানির ট্যাংক থেকে অঙ্গ্যাত এই যুবকের লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানায়, পাকুরিয়া তারা মসজিদের পশ্চিম পাশে একটি টিন সেট ভাড়া বাড়ির ভিতর থেকে আজ হঠাৎ করে প্রচন্ড দূর্ঘন্ধ বের হতে থাকে। বাড়ির গেইটে তালা বদ্ধ দেখে স্থানীয় লোকজন প্রথমে বাড়ির মালিককে খবর দেয়। পরে বাড়ির মালিক এসে তালা খুলে পানির ট্যাংকের ভিতর গলিত লাশ দেখে তুরাগ থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে তুরাগ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আনুমানিক বিকাল ৬টার দিকে যুবকের গলিত লাশটি উদ্ধার করে ঢাকা মেডিকেল মর্গে পাঠায়।
এ ব্যাপারে তুরাগ থানার অফির্সাস ইনচার্জ (ওসি) আবির মোহাম্মদ হোসেনের সাথে ফোনে একাধীকবার যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায় নি।
এ রির্পোট লেখা পযর্ন্ত তুরাগ থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।