রুমন মোস্তাফিজ: রাজধানীর তুরাগে মো: সাব্বির হোসেন (১৪) নামে এক কিশোর হোটেল কর্মচারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে একদল দুর্বৃত্ত। খবর পেয়ে তুরাগ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্বার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ ( ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে তুরাগের রাজা বাড়ি ঈদগাঁও মাঠ সংলগ্ন এলাকা থেকে এই কিশোরের লাশটি উদ্বার করা হয়।
তুরাগ থানার এসআই আশরাফুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে রাজধানী তুরাগের রাজা বাড়ি গ্রামের স্থানীয় ঈদগাঁও মাঠ সংলগ্ন একটি দেয়ালের পাশে এক কিশোরের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসি ও পথচারীরা খবর দেয় থানা পুলিশকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ওই কিশোরের লাশটি উদ্বার করে থানায় নিয়ে যায়।
এসআই আশরাফুল ইসলাম আরো জানান, গত ৩ মাস পূর্বে নিহত কিশোর সাব্বির হোসেন স্থানীয় একটি খাবার হোটেল ( ক্যান্টিনে) চাকরী করত। সাব্বিরের পরনে ছিল কালো রংয়ের ফুল প্যান্ট ও কালো রংয়ের ট্রিশার্ট। কপালের ডান পাশ ও নাকের ওপর গুরুতর আঘাতের দাগ রয়েছে।
পুলিশ ও স্থানীয় লোকজনের ধারনা, একদল দুর্বৃত্ত কিশোর সাব্বিরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে লাশ এখানে ফেলে রেখে পালিয়ে গেছে। নিহতের পিতার নাম মৃত বাছেদ তালুকদার। টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার সামনা গ্রামে তার বাড়ি। বর্তমানে সাব্বির তুরাগের রাজাবাড়ি এলাকায় বসবাস করত। এ ব্যাপারে তুরাগ থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ কাউকে আটক কিংবা গ্রেফতার করতে পারেনি।