আন্তর্জাতিক ডেস্ক ঃ- থাইল্যান্ডে সরকার-বিরোধী বিক্ষোভ জোরদার হওয়ার পরিপ্রেক্ষিতে রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। থাই সরকার রাজধানী ব্যাংকক ও আশপাশের শহরগুলোতে ৬০ দিনের জন্য জরুরি অবস্থা বলবত করেছে। এর ফলে, সরকার যেকোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে অনেক বেশে ক্ষমতা চর্চা করতে পারবে। থাই উপপ্রধানমন্ত্রীর বরাত দিয়ে দেশটির গণমাধ্যম জানিয়েছে, “আইন-শৃঙ্খলা রক্ষা ও পরিস্থিতি সামাল দেয়ার জন্য মন্ত্রিসভা জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত নিয়েছে। থাই শ্রমমন্ত্রী জরুরি বাস্তবায়নের বিষয়টি দেখভাল করবেন। তিনিও বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। তিনি বলেন, “বিক্ষোভকারীরা সরকারি ভবন ও ব্যাংকগুলোর কাছাকাছি চলে এসেছে এবং পরিস্থিতিরি অবনতি ঘটিয়েছে। সে কারণে আমাদের সামনে জরুরি অবস্থা জারির কোনো বিকল্প ছিল না। সরকার মনে করছে, জরুরি অবস্থা জারি করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে। থাইল্যান্ডে আগামী ২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচন ভুণ্ডুল করতে এবং প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার পদত্যাগের দাবিতে দেশটির বিরোধীদল বিক্ষোভ করে আসছে। খবর- রেডিও তেহরান তাঃ-২২ জানুয়ারি২০১৪ #