অনলাইন ডেস্ক ঃ- লাইন কেটে দিয়েছে দেশটির বিক্ষোভকারীরা। একইসঙ্গে তারা প্রধানমন্ত্রীর দপ্তর-এলাকা ছেড়ে চলে যেতে পুলিশের প্রতি আহ্বান জানিয়েছে। বিক্ষোভকারীদের আহ্বানে পুলিশ সাড়া না দিলে তারা বিক্ষোভ মিছিল নিয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে ঢোকে পড়ার হুমকি দিয়েছে।
বিদ্যুত লাইন কেটে দেয়ার আগেই প্রধানমন্ত্রী তার দপ্তর ছেড়ে অজ্ঞাত স্থানে চলে যান। তিনি অজ্ঞান স্থান থেকে দেয়া এক টিভি ভাষণে বলেছেন, আগামী ১৫ ডিসেম্বর দেশের চলমান পরিস্থিতি নিয়ে সব সেক্টরের সঙ্গে বৈঠক করবেন তিনি।
আন্দোলনকারীরা সেনাবাহিনী ও পুলিশের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে আসছে। কিন্তু সরকার এ আহ্বান প্রত্যাখ্যান করেছে। একইসঙ্গে এসব বিক্ষোভকারী আগামী ২ ফেব্রুয়ারির নির্বাচনের আগেই পদত্যাগ করতে দেশটির প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে আসছে।
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার পদত্যাগের দাবিতে দেশটিতে গত কিছু দিন ধরে সর্বাত্মক আন্দোলন চলছে। খবর তেহরান রেডিও এর #