অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :বরিশালের আগৈলঝাড়ায় গাছ কাটার অভিযোগ থানায় দেয়ায় বাদীর পরিবারে উপর হামলা করে ৭জন আহত করেছে প্রতিপক্ষের ভাড়াটিয়া সন্ত্রাসীরা। আহত ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আহতসূত্রে জানাগেছে, উপজেলার চেঙ্গুটিয়া গ্রামে মিজানুর রহমান ৪০ বছর পূর্বে ১০ শতাংশ জমি ক্রয় করে গাছপালা রোপণ করে ভোগদখল করে আসছে। প্রতিপক্ষ এসকেন্দার আলী মিজানের রোপণকৃত গাছ জোরপূর্বক মঙ্গলবার কেটে নিয়ে যায়। গাছ কাটার বিষয়ে আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দেয়া হলে প্রতিপক্ষ এসকেন্দারের ভাড়াটে সন্ত্রাসীরা গতকাল বুধবার সকালে মিজানের পরিবারের উপর হামলা করে আবুল বাশার, জাকির হোসেন, সাফিয়া বেগম, মিজানুর রহমান, লিটন হোসেন, সালেহা বেগম ও তানিয়াকে আহত করে। গুরুতর আহত আবুল বাশার, জাকির হোসেন ও সাফিয়াকে গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় পুলিশের এএসআই আবু সাঈদ ঘটনাস্থল পরিদর্শন করেছে।