জি নিউজ ঃ হেফাজতে ইসলামের পাশে থাকতে দলের নেতাকর্মী সহ ঢাকাবাসীকে আহ্বান জানিয়েছে বিএনপি। সন্ধ্যায় বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিরোধী নেতা খালেদা জিয়ার পক্ষ থেকে চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু এ আহ্বান জানান। তিনি বলেন, সরকারের অনেক বাধা-বিপত্তি অতিক্রম করে হেফাজতকর্মীরা সারাদেশ থেকে ঢাকা এসেছেন। তারা আমাদের অতিথি। তাদের পাশে থাকার জন্য ঢাকাবাসীর প্রতি আমরা আহ্বান জানাচ্ছি। দুদু বলেন, ঢাকায় হেফাজতে ইসলামের ধর্মপ্রাণ নেতা-কর্মীদের ওপর সরকারের পেটোয়া বাহিনী যুবলীগ-ছাত্রলীগের সশস্ত্ররা হামলা চালিয়েছে। এতে অনেকে হতাহত হয়েছে। আমরা এই ঘটনার নিন্দা জানাই। একই সঙ্গে দেশের বর্তমান পরিস্থিতিকে সঙ্কট থেকে উত্তরণে সরকারকে নির্দলীয় সরকার পদ্ধতি পুনর্বহালের দাবি মেনে নেয়ার আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শনিবার সমাবেশে বলেছেন, নির্দলীয় সরকারের দাবি নিয়ে আপত্তি থাকলে অন্য নামের বিষয়ে আসুন আমরা আলোচনা করি, যাতে একটি জায়গায় আমরা সবাই ঐকমত্যে পৌঁছাতে পারি। দেশের শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে অবশ্যই নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি সরকারকে মেনে নিতে হবে। এর কোনো বিকল্প নেই। সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, ঢাকা মহানগর সদস্য সচিব আবদুস সালাম, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করীম শাহিন ও ঢাকা মহানগর যুগ্ম আহবায়ক কাজী আবুল বাশার উপস্থিত ছিলেন।
দলের নেতাকর্মী সহ ঢাকাবাসীকে আহ্বান – খালেদার
Share This